ঢাকায় ধীরে ধীরে কমছে তাপমাত্রা

ঢাকায় ধীরে ধীরে কমছে তাপমাত্রা

ঢাকায় শনিবারের (১৮ ডিসেম্বর) তাপমাত্রা অবস্থান করছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে রোববার (১৯ ডিসেম্বর) রাত নাগাদ এ তাপমাত্রা কমে ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে নামতে পারে। সোমবার (২০ ডিসেম্বর) তাপমাত্রা আরও কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সংস্থাটির পূর্বাভাস, রোববার রাতে রাজধানীর তাপমাত্রা কমে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামবে। তবে সোমবার তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদ একে রুহুল কুদ্দুস , আজ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ২০ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোববার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কমবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় আজকের তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিদ্যমান আছে। তেঁতুলিয়ায় তাপমাত্রা কমলেও এক কেন্দ্রের পূর্বাভাস দিয়ে শৈত্যপ্রবাহ বলা যায় না।

আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, বর্তমানে আবহাওয়া ভালো আছে। কোথাও কোনো বৃষ্টি নেই। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ এর ঘরে আছে। ঢাকায় ধীরে ধীরে তাপমাত্রা কমছে। তাপমাত্রা কমার ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে। তখন থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আপনি আরও পড়তে পারেন