বানিয়াচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শাহ সুমন, বানিয়াচং, থেকে: হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় “শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকারের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায়  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী। সভায় বক্তব্যে ইফফাত আরা জামান উর্মী বলেন, অদক্ষতার কারণে বহু শ্রমিক বিদেশের মাটিতে দুর্ভোগের শিকার হয়ে থাকে। তাই স্বাবলম্বী হতে বিদেশ যাওয়ার আগে অবশ্যই কাজের দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি দেশে অবস্থানরত অধিবাসীদেরকে সবাই সম্মান ও শ্রদ্ধা করার আহবান জানান তিনি।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার,  বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তার হোসাইন আলহাদী,হৃদয় খান, শাহ সুমন, তাপস হোম, শেখ সজীব হাসান প্রমুখ ।

আপনি আরও পড়তে পারেন