হোসেনপুরে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিখন কার্যক্রম উদ্বোধন

হোসেনপুরে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিখন কার্যক্রম উদ্বোধন
মাহফুজ রাজা, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ ;
 কিশোরগঞ্জের হোসেনপুরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির উপানুষ্ঠানিক প্রাথমিক শিখন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব দ্বীপেশ্বর উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উপানুষ্ঠানিক প্রাথমিক শিখন কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করে পপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিখন কর্মসূচির উদ্বোধন করেন-প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশনের কর্মসূচি প্রধান মো. খলিলুর রহমান, পৌর কাউন্সিলর মো. কাজল মিয়া ও উপজেলা প্রোগ্রাম ম্যানেজার রুলেন আক্তার প্রমুখসহ অন্যান্যরা।

আপনি আরও পড়তে পারেন