নওগাঁয় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজন কারাগারে

নওগাঁয় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজন কারাগারে
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় সাংবাদিক পরিচয় দিয়ে ইটভাটার মালিকের কাছে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার তিন ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার নওগাঁর আমলী আদালত-১ এ হাজির করে প্রত্যেকের তিনদিন করে রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা।
আসামিদের পক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে নওগাঁর আমলী আদালত-১ এর বিচারক তাজউল ইসলাম রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন রমজান আলী, রানা আহমেদ ও মমিনুল ইসলাম।
গত রোববার সন্ধ্যায় নওগাঁ-রাণীনগর সড়কের পাশে নওগাঁ পৌরসভায় খিদিরপুর এলাকায় মেসার্স সুমী ব্রিকস নামের একটি ইটভাটা মালিকের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। ইটভাটায় খড়ি পুড়িয়ে পরিবেশের ক্ষতি করা হচ্ছে এমন অভিযোগ তুলে তারা ইটভাটা মালিককে ভয়-ভীতি দেখাতে থাকে। টাকা না দিলে ছবি তুলে পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে তা প্রকাশ করা হবে বলে হুমকি দেন। স্থানীয় লোকজন তাদেরকে আটকে রেখে নওগাঁ সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে দুইটি প্রেস আইডি কার্ড, একটি ওয়াকিটকি ও একটি ক্যামেরা জব্দ করা হয়। পরে ওই রাতে ওই ইটভাটার ম্যানেজার বাদী হয়ে আটক তিন ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নওগাঁ সদর থানায় মামলা করেন।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন