দোহারে এসএসসি পরীক্ষায় পাশেরহার ৯২.৪৭ শতাংশ

দোহারে এসএসসি পরীক্ষায় পাশেরহার ৯২.৪৭ শতাংশ
দোহার(ঢাকা) প্রতিনিধিঃ সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ফল প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন।
প্রকাশিত ফলাফলে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৯৪ দশমিক ৮ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ।
এবারে ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের ফল গ্রহণ করার পরই শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এ ফলাফল জানা যায়।
তারি ধারাবাহিকতায় দোহার উপজেলায় এসএসসি পরীক্ষায় ফলাফল পাওয়া যায়।
এরমধ্যে জয়পাড়া টেনিক্যাল স্কুল ও কলেজের পরীক্ষার্থী ছিল ১৫৪ জন পাশের সংখ্যা ১৩৯ জন পাশের হার ৯০.২৬ শতাংশ। মাধ্যমিক স্কুল পর্যায় পরীক্ষার্থী ছিল ২৯৪৩ জন পাশের সংখ্যা ২৭২৫ জন পাশের হার ৯২.৫৯ শতাংশ। মাদ্রাসা পরীক্ষার্থী ছিল ৯২ জন পাশের সংখ্যা ৮৫ জন পাশের হার ৯২.৩৯ শতাংশ।
সর্বমোট ভোকেশনাল স্কুল, মাধ্যমিক স্কুল ও মাদ্রাস মোট পরীক্ষার্থী ৩১৮৯ পাশের সংখ্যা ২৯৪৯ পাশের হার ৯২.৪৭ এবং জিপিএ৫ পেয়ে ১১৫ জন।

আপনি আরও পড়তে পারেন