নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নতুন বই বিতরণ

নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নতুন বই বিতরণ

বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি:

 

নতুন বছরের প্রথম দিনে সারা দেশের মতো নওগাঁয় শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার নতুন বই তুলে দেওয়া হয়েছে। শনিবার রাণীনগর উপজেলার রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, নির্বাহী কর্মকর্তা সুমান্ত কুমার মাহাতো, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার সামছুজ্জামান, একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারন সাধারন সম্পাদক গোলাম হোসেন আকন্দ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভিন সুলতানা চাঁদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সদর ইউপির চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি প্রমুখ। এই উপজেলার ১শতটি প্রাথমিক এবং ৩৯টি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এই নতুন বই বিতরণ করা হচ্ছে।

অপরদিকে জেলার আত্রাইয়ে আত্রাইয়ে সবারজন্য মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষে সরকারের বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। এদিন সকালে উপজেলার ৩৬ মাধ্যমিক ১৫ মাদ্রাসা ১৩০ সরকারী প্রাথমিক ৩০ কেজি এবং ২ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই তিবরণের উদ্বোধন করেন ইউএনও ইকতেখারুল ইসলাম।  এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যান শেখ  হাফিজুল ও  মমতাজ বেগম, ওসি আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, প্রধান শিক্ষক রেজাউল করিম মন্ডল, আবুহেনা মোস্তফা কামাল, আজিমুদ্দিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আপনি আরও পড়তে পারেন