সান্তাহার ইউপিতে প্রথম নারী চেয়ারম্যান হলেন তৃপ্তি

সান্তাহার ইউপিতে প্রথম নারী চেয়ারম্যান হলেন তৃপ্তি

বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি: ৫ম ধাপে অনুষ্ঠিত বগুড়ার আদমদীঘি উপজেলার ৬ইউনিয়ন পরিষদ নির্বাচনে সান্তাহার ইউনিয়নে প্রথম নারী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোছা. নাহিদ সুলতানা তৃপ্তি। তাই এই প্রথম উপজেলার সান্তাহার ইউনিয়নবাসী চেয়ারম্যান হিসেবে একজন নারীকে পেলো।

তৃপ্তি সান্তাহার ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ৬হাজার ৯৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোজাহারুল ইসলাম পিন্টু মটরসাইকেল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ২২০টি। তিনি ১ হাজার ৭৪৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

উল্লেখ, বুধবার ৫ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উপজেলার ৬ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সান্তাহার ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে।

আপনি আরও পড়তে পারেন