সাভার থানার জনপ্রিয় এস.আই রশিদ মিঞার বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

সাভার থানার জনপ্রিয় এস.আই রশিদ মিঞার বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা
উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি সাভার মডেল থানা ভবনের মিলনায়তনে অবসরে যাওয়া এস.আই রশিদ মিঞার সম্মানে এই পিআরএল-এ অনুষ্ঠানের আয়োজন করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন আল আমিন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহিল কাফী পিপিএম। অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম।
চাকুরি জীবনে অবসর আসবেই মন্তব্য করে বক্তারা বলেন, পুলিশ সদস্য মৃত্যু পর্যন্ত দ্বায়িত্ব থেকে অবসর পায় না কোন না কোনোভাবে তাকে জড়িয়ে থাকতেই হবে,  উপ-পরিদর্শক রশিদ মিঞা একজন সাহসী ও পরিশ্রমি অফিসার।
অনুষ্ঠানে সাভার মডেল থানা পুলিশের পক্ষ থেকে এস আই রশিদ মিঞা সহ তার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট ও প্রীতি উপহারে সম্মানিত করা হয়।
পুলিশের একটি চৌকস দল তাকে পুলিশের সুসজ্জিত  গাড়িতে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন।
বিদায়ী অনুষ্ঠানে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম,সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক( ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস, ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,বিপিএম,পিপিএম,সশস্ত্র পুলিশ পরিদর্শক এন্তাজ আলীসহ সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।
উপ-পরিদর্শক রশিদ মিয়া রংপুর কালেক্টরি মাঠে ছয় মাসের প্রশিক্ষণ শেষে প্রথম কনস্টেবল পদে কর্মজীবন শুরু করেন ময়মনসিংহ পুলিশ লাইন্সে। এরপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ বাহিনীতে সুনামের সাথে দায়িত্ব পালন করে পদোন্নতি পেয়ে সর্বশেষ সাভার মডেল থানা থেকে অবসরে গেলেন তিনি।

আপনি আরও পড়তে পারেন