আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না : মুমিনুল

আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না : মুমিনুল

বাংলাদেশ দল বিদেশ সফর থেকে এসে বিমানবন্দরে সংবাদ সম্মেলন করার রীতি যেন উঠে যেতে বসেছিল। টাইগারদের বিদেশ সফর মানেই যেন একরাশ হতাশা আর অপ্রাপ্তি। এবার খানিক পূর্ণতা মিলেছে। প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফরে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজে কোন ম্যাচ জিতেছে বাংলাদেশ দল, সেটিও কি না ক্রিকেটের কেতাবি সংস্করণ টেস্ট।

দুই ম্যাচ সিরিজ ১-১ এ ড্র করে আজ (শনিবার) দেশে ফিরেছেন মুমিনুল হকের দল। দেশে পা রেখে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি অধিনায়ক মুমিনুল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেজাজ হারালেন তিনি। বেশ ভারি কণ্ঠে মুমিনুল জানালেন, আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না।

মুমিনু৪ল বলছিলেন, ‘যে প্রশ্নটা করেছেন এটা বিতর্ক তৈরি করার মতো প্রশ্ন। আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না, দেশের জন্য খেলি। পেশাদার ক্রিকেটার হিসেবে কে আসল না আসল এভাবে চিন্তা করি না।’

প্রশ্নটা ছিল, নিউজিল্যান্ডে এমন সাফল্যর পরেও বোর্ডের কোনো কর্তাব্যক্তি কেন বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে আসলেন না দলকে? মুমিনুল সে কথা একেবারেই গায়ে মাখেননি। উল্টো শুনিয়েছেন নিউজিল্যান্ডে ম্যাচ জেতার মন্ত্র।

মুমিনুলের ভাষায়, ‘কোন কারিশমা না, কোন যাদুমন্ত্র না। আমরা আমাদের প্রক্রিয়াটা ঠিক রাখার চেষ্টা করেছি। দল হিসেবে খেলতে পেরেছি। বাংলাদেশ দল যখনই দল হিসেবে সবাই মিলে ভালো করে তখনই ফলাফল পক্ষে। একজন, দুইজন ভালো করলে হয় না।’

সঙ্গে যোগ করেন মুমিনুল, ‘আমার মনে হয় আপনারাও প্রত্যাশা করেননি, আমার দলেরও অনেকে করে নাই। হয়ত আমি প্রত্যাশা করেছি। একটা টেস্ট ম্যাচ জিতেছি, ওটার চেয়েও আমি উদ্বিগ্ন পরের সিরিজগুলো নিয়ে। আমাদের সামনে অনেক বড় সিরিজ, ভারতের বিপক্ষে সিরিজ, সাউথ আফ্রিকা সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। ওই সিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। যেটা আমি অধিনায়ক হিসেবে মনে করি। আমাদের দিনে দিনে আরও উন্নতি করতে হবে।’

 

আপনি আরও পড়তে পারেন