বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) শিল্প পণ্য মেলা।

সাধন রায় , লালমনিরহাট প্রতিনিধিঃ
করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ জারি করেছে সরকার। সক্রামণ ঠেকোতে দেওয়া সেই বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধিকে উপেক্ষা করে লালমনিরহাটে চলছে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) শিল্প পণ্য মেলা।
প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট রংপুরের সার্বিক ব্যবস্থাপনায় ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাটের আয়োজনে গত বুধবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।
দেশে যখন করোনাভাইরাস ও নতুন ধরন ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে আবারও ১১ দফা নির্দেশনা দিয়ে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যা গত ১৩ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। যেখানে উল্লেখ আছে উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ-পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।সেই নির্দেশনা এবং স্বাস্থ্য বিধিকে না মেনে আয়োজন করা হয়েছে মেলা।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের সাথে কথা বললে তারা জানায়,মেলার প্রবেশের জন্য প্রথমে ২০ টাকার মুল্যের টিকিট ক্রয় করতে হয়। শুরুতে অনেকে মাস্ক পড়লেও মুল ফটক পার হয়েই তা ব্যবহারে অনিহাই বেশি। তাছাড় মেলার অভ্যন্তরে নজরদারির অভাব ও অধিক লোকজন থাকায় সামাজিক দুুরুত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মানার  কোনো সুযোগ নেই। সুশীল সমাজের অনেকেই বলছেন সরকার বিধিনিষেধ আরোপ করলেও লালমনিরহাটে প্রশাসন তা কার্যকরে মাঠে নামে নি চলমান পুনাক পণ্য শিল্প মেলার কারনে। তাছাড়া চলমান করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি ও মেলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় চলছে।
প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আঙ্গুর মেলায় স্বাস্থ্য বিধি মানার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে দাবি করলেও মেলার স্টল মালিক ও দর্শনার্থীদের অনেকের মুখে নেই মাস্ক এবং মানছেন না সামাজিক দূরত্ব।
পুনাক শিল্প ও পণ্য মেলা বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার ও লালমনিরহাট পুনাকের সভাপতি আবিদা সুলতানা বলেন, সরকারের বিধিনিষেধ ও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি নিশ্চিত করণ সাপেক্ষে এ মেলা চলছে।তিনি বলেন,আমরা চাইনা এই মেলা থেকে করোনা বা ওমিক্রনে কেউ আক্রান্ত হোক বা এই সংবাদ আমাদের নিটক আসুক। মেলায় যারা আসবেন তারা সবাই স্বাস্থ্য বিধি মেনে আসবেন।এসময় যাদের করোনার টিকা নেওয়া নেই তাদেরকে মেলা এড়িয়ে চলার অনুরোধ করেন তিনি।

আপনি আরও পড়তে পারেন