ভারতে দৈনিক সংক্রমণ প্রায় পৌনে ৩ লাখ, মৃত্যু ৩ শতাধিক

ভারতে দৈনিক সংক্রমণ প্রায় পৌনে ৩ লাখ, মৃত্যু ৩ শতাধিক

ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসে নতুন করে সংক্রমিতের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় এই সংখ্যা প্রায় পৌনে তিন লাখে পৌঁছেছে। দৈনিক প্রাণহানিও রয়েছে তিনশোর ওপরেই। এছাড়া করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগী ও শনাক্তের হার। রোববার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ৭১ হাজার ২০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা শনিবারের তুলনায় ২ হাজার ৩৬৯ জন বেশি। দেশটিতে মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৮ শতাংশ। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের কপালে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৪ জন। এই নিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৬৬ জনে। অন্যদিকে ভারতে এখন পর্যন্ত ৭ হাজার ৭৪৩ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যেই দেশটির ২৮টি রাজ্যে শনাক্ত হয়েছে ওমিক্রনের সংক্রমণ।

এই পরিস্থিতিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ভারতে সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ৩৭৭ জন। যা শনিবারের তুলনায় প্রায় ১ লাখ ৩২ হাজার বেশি। এই সংখ্যাটি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে রীতিমতো ভীতির সৃষ্টি করেছে।

ভারতে এই মুহূর্তে করোনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে সাপ্তাহিক সংক্রমণের হার বর্তমানে ১৩ দশমিক ৬৯ শতাংশ।

আপনি আরও পড়তে পারেন