নবাবগঞ্জে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

নবাবগঞ্জে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

 নবাবগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ৩১শে জানুয়ারী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ কামাল হোসাইন প্রার্থীতা প্রত্যাহার করে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ হুমায়ুন কবির কে পূর্ন সমর্থন দিয়ে সাংবাদিক সম্মেলন করেন। ১৭ই জানুয়ারী সোমবার বিকেলে বান্দুরা ইউনিয়নে মোঃ কামাল হোসাইনের নিজ বাড়ি সংলগ্ন মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় কামাল হোসাইন বলেন, আমি আওয়ামীলীগ করি।

তাই আমি দলের সকল সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। এই নৌকা প্রতীক স্বাধীনতার প্রতীক, নৌকা আওয়ামীলীগের প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, এই নৌকা আমাদের সাংসদ সালমান এফ রহমানের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। দল হুমায়ুন কবির ভাইকে নৌকা প্রতীক দিয়েছে আমি তাকে পূর্ন সমর্থন করে নিজের প্রার্থীতা প্রত্যাহার করলাম এবং নির্বাচন করা থেকে সড়ে দারালাম। তিনি আরো বলেন, যারা আমাকে সমর্থন করেছিলেন, আমার শুভাকাঙ্ক্ষী আছেন সবাই ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হুমায়ুন কবির ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য প্রবিন রাজনৈতিক নেতা আব্দুল বাতেন মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, সাবেক ছাত্রনেতা ও আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ইটালিয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, নৌকার মনোনীত প্রার্থী মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন, বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হক,যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সহ বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

আপনি আরও পড়তে পারেন