ঝিনাইদহে বিলুপ্তপ্রায় মেছোবাঘ আটক

ঝিনাইদহে বিলুপ্তপ্রায় মেছোবাঘ আটক

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ;
ঝিনাইদহের বিলুপ্তপ্রায় এক মেছোবাঘ আটক করেছে গ্রামবাসী। বুধবার (১৯ জানুয়ারী)দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের তেঘরীহুদা গ্রামের মাঠ থেকে স্থানীয় কৃষকরা মেছো বাঘটি আটক করে। সে সময় তাদের পিটুনিতে মরনাপন্ন হয়ে যায় প্রাণীটি। বর্তমানে মেছোবাঘটি ওই গ্রামের নমির উদ্দীনের বাড়ি আটকে রাখা হয়েছে। পরে স্থানীয় কোলা পুলিশ ফাড়িতে সংবাদ দিলেও তারা বাঘটি উদ্ধার করেনি। এরপর জানানো হয় বন বিভাগকে।

তেঘরিহুদা গ্রামের জামির হোসেন নামের এক কৃষক জানান, গ্রামের পাশে বিলের মধ্যে একটি পুকুরের পাশে মেছোবাঘটি ছিল। মাঠের কৃষকরা দেখতে পেয়ে তাড়া করে। ভয়ে বাঘটি বিলের পানিরে মধ্যে লাফ দেয় এসময় তারা তাকে পিটিয়ে আহত করে আটক করে গ্রামে নিয়ে আনে।

এ বিষয়ে ঝিনাইদহ জোনের সহকারী বন সংরক্ষক এএফজি মোস্তফা জানান, কোটচাঁদপুরের বনবিভাগ মেছো বাঘটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। ইতোমধ্যেই খুলনা বন্য প্রাণী সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। মুলত তারাই বণ্য প্রাণী সংরক্ষণের বিষয়টি দেখভাল করেন।

 

আপনি আরও পড়তে পারেন