জগন্নাথপুরে পুলিশের ধাওয়া, এক জুয়াড়ী নিখোঁজ

জগন্নাথপুরে পুলিশের ধাওয়া, এক জুয়াড়ী নিখোঁজ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে জুয়াড় আসরে পুলিশ এর ধাওয়া খেয়ে তাজউদ্দিন (৬৫) নামক এক জুয়াড়ী কুশিয়ারা  নদীর জলে ঝাপ দিয়ে নিখোঁজ রয়েছেন।
এলাকাবাসী ও থানা সুত্রে জানাযায়, আজ ১৯ শে জানুয়ারী রোজ বুধবার বিকাল প্রায় সাড়ে চার ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন রানীগঞ্জ ইউনিয়ন এর চার ব্যাক্তি রানীগঞ্জ বাজার সংলগ্ন কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বসে তাস দিয়ে জুয়া খেলা খেলছিলেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই রানীগঞ্জ ইউনিয়ন এর দায়িত্বরত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম সফিক এই জুয়াড় আসরে দাওয়া দিলে চার জুয়াড়ী কুশিয়ারা নদীতে ঝাঁপ দেয়। তমধ্যে ৩ জন নদী সাতার দিয়ে পাড়ে উঠেন। উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গন্ধর্বপুর গ্রাম নিবাসী গুরুতর আহত আছাব মিয়া(৫৫) কে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তবে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গন্ধর্বপুর গ্রাম নিবাসী মোঃ তাজউদ্দিন (৬৫) পাড়ে উঠতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ব্যাক্তি তাজউদ্দিন (৬৫) কে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে পরে কথা হবে। তবে থানার এসআই জিন্নাতুল হাসান বলেন, রানীগঞ্জে অন্য একটি অভিযানে যাওয়া পুলিশ দল এর উপস্থিতি টের পেয়ে কয়েক জন নদীতে ঝাঁপ দেয়। তাদের মধ্যে একজন পাড়ে উঠতে পারেননি বলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে রয়েছি।

আপনি আরও পড়তে পারেন