রাণীনগরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় ট্রাক্টর চালকের এক বছরের কারাদন্ড

রাণীনগরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় ট্রাক্টর চালকের এক বছরের কারাদন্ড
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় মো: পবন (৩৫) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। বুধবার রাত সাড়ে ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো মোবাইল কোর্টের মাধ্যমে এ রায় প্রদান করেন।
 কারাদন্ডপ্রাপ্ত মো: পবন নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ি গ্রামের মৃত তালেব প্রামানিকের ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামে এক গৃহবধূকে মোবাইল ফোনের মাধ্যমে ও পথেঘাটে প্রায় উত্ত্যক্ত করতো পবন। এরই ধারাবাহিকতায় পবন বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে পশ্চিম বালুভরা গ্রাম এলাকায় এসে ওই গৃহবধুকে উত্ত্যক্ত করে। এসময় গৃহবধূর পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পরে থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে মোবাইল কোর্টের বিচারক পবনকে উপরোক্ত রায় প্রদান করেন। ওসি জানান, কারাদন্ডপ্রাপ্ত যুবক পবনকে বুধবার রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন