নওগাঁয় এক মোটরসাইকেলে ৪আরোহী; ট্রাকচাপায় গেল প্রাণ

নওগাঁয় এক মোটরসাইকেলে ৪আরোহী; ট্রাকচাপায় গেল প্রাণ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ট্রাকচাপায় এক মোটরসাইকেলের ৪ আরোহী নিহত হয়েছে। উপজেলার হরতকীডাঙ্গা বাজার এলাকায় ধামইরহাট-জয়পুরহাট সড়কে এ রোববার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সোমবার ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ২২বছরের সজল হোসেন ও জুয়েল হোসেনের ছেলে ২০বছরের মিনহাজ হোসেন। এ দিকে ঘটনাস্থলেই নিহত হন উপজেলার নানাইচ গ্রামের গোলজার হোসেনের ছেলে ১৮বছরের আবু সুফিয়ান ও একই গ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে ৩০ বছরের আব্দুস সালাম। এসব তথ্য নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নিহতরা সবাই সবজি ব্যবসায়ী ছিলেন। রোববার ধামইরহাট উপজেলা সদর বাজারে হাটবার ছিল। হাটে মালামাল বেচাকেনা শেষে একই এলাকায় বাড়ি হওয়ায় একটি মোটরসাইকেলে করেই তারা বাড়ি ফিরছিলেন।
রাত ৯টার দিকে জয়পুরহাট-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের হরতকীডাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়রা ধামাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে রাত ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ভোর ৫টার দিকে আহত দুজনও মারা যান।

আপনি আরও পড়তে পারেন