বানারীপাড়ায় মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন

বানারীপাড়ায় মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন
এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-
বানারীপাড়ায় মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে চলছে বিশেষ কম্বিং অপারেশন ২০২২।
বরিশালের বানারীপাড়ায় প্রতি বছরের ন্যায় নদ- নদীতে মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ( বেহুন্দী জাল, কারেন্ট জাল, মশারী জাল, চটজাল, পাই জাল, টং জাল) ব্যাবহার বন্ধে চলছে কম্বিং অপারেশন। বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের দিক নির্দেশনা ও বানারীপাড়া থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা হয়। ২৮ জানুয়ারী ৩য় ধাপে এ কম্বিং অপারেশনের প্রথম দিনে বেওয়ারিশ ভাবে নদীতে পাতা অবৈধ কারেন্ট জাল বাজেয়াপ্ত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্ষেত্র সহকারী  রুম্মান মিয়া, প্রসনজিত, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহকারী এনামুল কবির।
নদীতে থাকা বৈধ জেলেদের কাছে জানতে চাইলে তারা জানান, কারেন্ট জাল নদীতে ফেলে পাড়ে গিয়ে তারা অবস্থান নেয় এরপর সময় হলে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বৈধ ভাবে যারা জাল পাতে তাদেরকে সহযোগীতা করা হবে। তবে অবৈধ জাল নদীতে যারা ফেলে তাদের আইনের আওতায় আনা হবে যতক্ষণ পর্যন্ত অবৈধ জাল নির্মূল না হয়।
অভিজান শেষে উপজেলা নির্বাহী অফিসারের
নির্দেশে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আপনি আরও পড়তে পারেন