নওগাঁয় শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁয় শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি:

 

নওগাঁয় মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে বেসরকারী অর্থায়নে চলতি শীত মৌসুমে শীতার্ত গরীব ও দু:স্থ ১হাজার জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যমুনা ব্যাংক লিমিটেডের আর্থিক সহযোগিতায় ও বেলকন গ্রæপের সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ও বেলকন গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, বেলকন গ্রæপের জিএম আবু ওয়াহিদ হোসেন আলাল, যমুনা ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার এএইচএম রায়হানুল আলম, সহকারী ম্যানেজার জেনসিনা আক্তার বানু  প্রমুখ। প্রধানমন্ত্রীর আহŸানে চলতি শীত মৌসুমে শীতার্ত ও দু:স্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়াও করোনাকালীন সময়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান বেলকন গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব মো. বেলাল হোসেন।

 

আপনি আরও পড়তে পারেন