কিছুদিনের মধ্যেই সুনামগঞ্জে উড়াল সড়কের নির্মাণ কাজ শুরু হবে – পরিকল্পনা মন্ত্রী মান্নান

কিছুদিনের মধ্যেই সুনামগঞ্জে উড়াল সড়কের নির্মাণ কাজ শুরু হবে - পরিকল্পনা মন্ত্রী মান্নান
হুমায়ূন কবীর ফরীদি  জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন,  হাওরের মানুষদের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা অফুরন্ত ভালোবাসেন। কী করলে হাওরের মানুষের জীবনমান এর উন্নয়ন হবে সে চিন্তা করেন। সুনামগঞ্জবাসীর  উন্নয়নে হাওরে উড়াল সড়ক নির্মাণ করা হবে। কিছুদিনের মধ্যেই উড়াল সড়কের কাজ শুরু হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। হাজার হাজার স্কুল-কলেজ, মসজিদ, মন্দির তৈরি করা হচ্ছে। মনে রাখবেন আমরা ধর্মও করব এবং  কর্মও করব। আমাদের সবার উচিত শেখ হাসিনার পাশে দাঁড়ানো। এসময় তিনি আরো বলেন, ভোটের মাঠে না গিয়ে নির্বাচন হতে না দেওয়ার ভয় দেখিয়ে লাভ নেই। জণগণ শেখ হাসিনার সাথে আছে সাথেই থাকবে। যারা ভয় দেখিয়ে অপরাজনীতি করতে চায়, তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করা হবে।
৩ রা ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় সুনামগঞ্জের জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত  হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত স্কীম সংক্রান্ত মতবিনিময় সভায় উপরোক্ত কথা গুলো বলেছেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩আসনের এমপি পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।   উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন ও জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ  প্রমুখ সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আপনি আরও পড়তে পারেন