মুখে বড় টিউমার শিশু তাসমিনার,অসহায় পরিবারের সহায়তার আবেদন

মুখে বড় টিউমার শিশু তাসমিনার,অসহায় পরিবারের সহায়তার আবেদন

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ;
ঝিনাইদহে কোটচাদপুরের ১২ বছরের শিশু কন্যা তাসমিনা খাতুন মুখে একটি বড় টিউমার নিয়ে জীবনযাপন করছে। চিকিৎসার অভাবে মুখের টিউমারটি দিনকে দিন বড় হচ্ছে। অপারেশনা করার মতো অর্থ নেই হতদরিদ্র এই পরিবারের। ২০২১ সালের মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান দিনমজুর পিতা রুহুজ্জল হোসেন। মা রাবেয়া খাতুন পরের বাড়ি কাজ করে সংসার চালান।কোটচাঁদপুর উপজেলার জালালপুর মালোখালী পাড়ায় বসবাসরত দিনমজুর এই পরিবারের বড় মেয়ে হচ্ছে তাসমিনা খাতুন। সে পড়ে সপ্তম শ্রেনীতে। ৫ বছর আগে মুখে টিউমার দেখা দিলেও চিকিৎসা করাতে পারেনি। তাসমিনার এই টিউমার দেখে কোটচাঁদপুরের ইকড়া ছাত্র কল্যাণ সংঘের কর্মীরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ শফিক-উর রহমান বলেন দ্রæত তাকে ঢাকায় নিয়ে অপারেশন করতে হবে। এতে প্রায় ৬/৭ লাখ টাকার প্রয়োজন হবে। এই টাকা জোগাড় করার সামর্থ নেই তাসমিনা খাতুনের বিধবা মা রাবেয়া খাতুনের। এ অবস্থায় গরীব অসহায় মা মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, প্রবাসী, এনজিও, ঝিনাইদহ জেলা প্রশাসনসহ দেশ-বিদেশের দানশীলসহ ব্যক্তিকদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। তাসমিনা খাতুনের পরিবারের সঙ্গে যোগাযোগ মোবাইল নং-০১৮৬৩-৪০২৮৫৩।

 

আপনি আরও পড়তে পারেন