কোনো সন্দেহ নেই, মেসিই পৃথিবীর সেরা খেলোয়াড়

কোনো সন্দেহ নেই, মেসিই পৃথিবীর সেরা খেলোয়াড়

সমালোচনা জেঁকে বসেছিল যেন। লিওনেল মেসি লিগ ওয়ানে গোলও পাচ্ছিলেন না। মৌসুমের অর্ধেকটা চলে গিয়েছিল, অথচ মেসির নামের পাশে কেবল এক গোল। প্যারিস সেইন্ট জার্মেইঁ তারকাকে নিয়ে তাই সমালোচনা খুব বেশি অস্বাভাবিকও ছিল না।

অবশেষে রোববার রাতে লিলের বিপক্ষে ম্যাচে চেনা ছন্দে ফিরেছেন আর্জেন্টাইন তারকা। এক গোলের সঙ্গে করেছেন একটি অ্যাসিস্টও। এরপরই মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন তার কোচ মাওরোসিও পচেত্তিনো। বলেছেন, মেসি পৃথিবীর সেরা খেলোয়াড় এই ব্যাপারে সন্দেহ নেই তার।

তিনি বলেছেন, ‘আমার কোনো সন্দেহ নেই। মেসি পৃথিবীর সেরা খেলোয়াড়। সবার মতোই তারও মানিয়ে নিতে সময় লাগছে। শারীরিকভাবে সেরা অবস্থানে আসতেও তার সময় লাগবে। মাত্র মাসখানেক হলো মেসি করোনা থেকে সেরে উঠেছে। এটা গুরুত্বপূর্ণ যে মেসি মাঠে অংশগ্রহণ করেছে ও প্রতিশ্রুতি দেখিয়েছে।’

মেসির ছন্দে ফেরার রাতে রীতিমতো গোল উৎসব করেছে পিএসজি। জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। লিগে এটি তাদের টানা ১৪তম ম্যাচ। এই ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে খুশি পচেত্তিনো। জানিয়েছেন, দল ধীরে ধীরে আরও বেশি ধারালো হচ্ছে।

তিনি বলেছেন, ‘এটা খুব ভালো একটা ম্যাচ ছিল। পারফরম্যান্সে আমি খুশি। খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই। অনেক ইতিবাচক জিনিস ছিল, খুব ভালো কম্বিনেশনও। আমি খুশি কারণ দল গোছানো ছিল। যেটা আমাদের আরও ভালো খেলতে সাহায্য করেছে।’

‘আচরণ খুব ভালো ছিল কিন্তু আজকের পারফরম্যান্স ছিল আলাদা। এই ম্যাচে, লিলেকে ভালো প্রেস করেছি। তাদের লম্বা বল খেলতে বাধ্য করেছি। আমরা নিশ্ছিন্দ্র ছিলাম আর খুব দ্রুত রিকোভার করেছি। সমালোচনা আমরা মেনে নিয়েছি। প্রত্যাশার কারণেই আসলে সমালোচনা করা হয়।’

 

 

আপনি আরও পড়তে পারেন