তারুণ্যেই খেই হারিয়েছে চট্টগ্রাম?

তারুণ্যেই খেই হারিয়েছে চট্টগ্রাম?

‘আমরা চাই বিপিএলের শিরোপা জিততে। জিততে চাই তরুণ ক্রিকেটারদের নিয়েই। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদেরকে বড় প্ল্যাটফর্মে মুক্ত করে দিতে চাই। তারা নিজেদের মতো করে পারফর্ম করুক। এতে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে।’- বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের জন্য দল গোছানোর পর এভাবেই বলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. রিফাতুজ্জামান।

তরুণদের নিয়ে বাজিমাত করতে চাওয়া দলটি টুর্নামেন্টে খুব ভালো সুবিধা করতে পারেনি। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের পঞ্চম স্থানে। বলা যায় প্লে-অফে যাওয়ার ভাগ্য ঝুলে আছে সুতোয়। দলটির তরুণ অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী মনে করছেন, অধিক তারুণ্যেই খেই হারিয়েছেন তারা।

শুক্রবার মিরপুরে অনুশীলনে ফাঁকে সংবাদমাধ্যমকে মৃত্যুঞ্জয় বললেন, ‘আমরা খুবই তরুণ দল। আমরা ভালো যেমন খেলেছি, তেমনি খারাপ করা বা ভুল করার সম্ভাবনাও বেশি থাকবে। যেহেতু গত ম্যাচে আবারও নিজেদের দিকে মোমেন্টাম নিয়ে আসতে পেরেছি, শুরুতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকাকালে যেমন খেলেছিলাম সেভাবে খেলার চেষ্টা করব।’

চট্টগ্রাম তাদের শেষ ম্যাচে শনিবার সিলেটের মুখোমুখি হবে। প্লে-অফে যেতে হলে জিততেই হবে ম্যাচটি। শুধু জিতলেই হবে না, নিজেদের শেষ ম্যাচে জয় নিশ্চিতের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে। এ ক্ষেত্রে ঢাকার হার হতে পারে চট্টগ্রামের প্লে-অফে যাওয়ার সহজ পথ। অথবা খুলনাকে হারতে হবে বাকি দুই ম্যাচই।

মৃত্যুঞ্জয় বলেন, ‘সর্বশেষ ম্যাচে আমরা অনেক ভালো খেলেছি। ঐ ম্যাচের আত্মবিশ্বাস আছে। শেষ ম্যাচটা পরের পর্বে যাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা মাথায় রাখছি। ম্যাচটা ডু অর ডাই হবে। আমরা শতভাগ দিয়ে খেলার চেষ্টা করব, এ ব্যাপারে শতভাগ নিশ্চিত। আমাদের বোলিং ভালো হচ্ছে, সাথে ব্যাটিংয়ে ফিনিশিংটাও। এই দুই জায়গা কাজে লাগিয়ে জেতার চেষ্টা করব।’

যোগ করেন মৃত্যুঞ্জয়, ‘আমাদের হাতে যেটা নেই সেটা নিয়ে চিন্তিত নই। আমাদের হাতে শুধু কালকের ম্যাচ আছে। সেখানেই সব মনোযোগ। কাল ভালো ব্যবধানে জেতার চেষ্টা করব। এরপর কোয়ালিফাই হওয়া বা না হওয়া এসব আমাদের হাতে নেই। নিজেদের ভালো খেলার ওপরেই আমরা নির্ভরশীল।’

 

আপনি আরও পড়তে পারেন