নবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় ট্রাক চালককে মারধর, থানায় লিখিত অভিযোগ

নবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় ট্রাক চালককে মারধর, থানায় লিখিত অভিযোগ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনায় ট্রাক চালক আজিজুল (২২) কে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় খালপাড় এলাকার মসজিদের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, শুক্রবার সকালে কলাকোপা ইউনিয়নের ইব্রাহীমপুর চকের বিডিবি ইটভাটা থেকে মিনিট্রাকে ইট নিয়ে বর্দ্ধনপাড়া মো. শহীদুল ইসলামের গদিতে যাচ্ছিল চালক আজিজুল। দিঘিরপাড় খালপাড় এলাকার মসজিদের সামনে প্রধান সড়কে উঠার সময়ে রাস্তায় দাড়িয়ে ছিলেন ঐ এলাকার আবুল হাসেম। এসময় ট্রাক চালক আজিজুল গাড়ির হর্ণ দিলে আবুল হাসেম রাগান্বিত হয়ে যান।
দুজনের তর্ক-বিতর্কের এপর্যায়ে চালককে মারধর করেন আবুল হাসেম। স্থানীয়রা ঘটনাটি দেখলেও কেউ এগিয়ে আসেননি। চালক তাৎক্ষণিক ঘটনাটি মো. শহীদুল ইসলামসহ ইটভাটার মালিককে মুঠোফোনে জানান। পরে এবিষয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

ট্রাক চালক আজিজুল অভিযোগ করে বলেন, মারধরের সময়ে আমার কাছে থাকা ভাটার মালিকের আড়াই লাখ টাকা খোঁয়া গেছে। এবিষয়ে আমার ট্রাকের মালিক তোতা মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত আবুল হাসেম দিঘিরপাড় চকে জমিজমা চাষাবাদ করেন জানিয়ে আশপাশের ইটভাটার ট্রাক চালক ও সহযোগী সজীব, হাসান, আলতাফ, তাইজুল অভিযোগ করেন, আবুল হাসেম প্রায় সারাদিনই দিঘিরপাড় চকে থাকেন। আমাদের ট্রাকের হর্ণের শব্দ পেলেই তিনি ক্ষেপে উঠেন। বিভিন্ন সময়ে আমাদের ট্রাক দেখলে ক্ষিপ্ত হয়ে আমাদের গালাগাল করেন এবং হাতে থাকা ধারালো কাঁচি নিয়ে তেড়ে কুপাতে আসতেন। আমরা আবুল হাসেমের আচরণের প্রতিকার চাই।

ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম এবিষয়ে বলেন, ঘটনা শুনে ওখানে গিয়েছিলাম। চালককে মারধরে আবুল হাসেম সাহেবকে দুঃখপ্রকাশ করতে অনুরোধ করেছিলাম। তিনি উল্টো আমার ওপর ক্ষিপ্ত হয়েছেন।

এবিষয়ে জানতে আবুল হাসেমের সাথে কথা বলা যায়নি। তবে তার ছেলে মো. টিপু জানান, আমাদের হয়রানি করতে ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটনো হয়েছে। ট্রাক চালকদের অভিযোগ সঠিক নয়। দিঘিরপাড় চকে থাকা প্রতিটি কৃষক ট্রাক দেখলে বিরক্ত বোধ করেন।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক ভজন রায় অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সত্যতা জানতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ তদন্ত করা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন