টাঙ্গাইলের ঘাটাইলে ৪ সার ডিলারকে জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে ৪ সার ডিলারকে জরিমানা
সৈয়দ মিঠুন ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে সরকার নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত দামে সার বিক্রি করার অপরাধে ৪ সার ডিলারকে ১ লাখ  ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ হোসেন উপজেলার হামিদপুর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সার বিক্রি নিয়ে অনিয়মের তথ্যের ভিত্তিতে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের হামিদপুর বাজারে সারের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সারের সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা, ক্রেতাদের ক্রয় রশিদ ও রেজিস্টার না থাকায় এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ নিয়ন্ত্রন আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ৪ সার ডিলারকে ১ লাখ ৬০ জরিমানা করা হয়।
জরিমানাকৃত সার ডিলারদের প্রতিষ্ঠন গুলো হলো, খান এন্টার প্রাইজ ৫০ হাজার টাকা, যমুনা এন্টার প্রাইজ ৫০ হাজার টাকা. জাফর এন্ড কোং ৫০ হাজার টাকা এবং অমল এন্টার প্রাইজ ১০ হাজার টাকা ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, পুলিশের একটি টিম ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

আপনি আরও পড়তে পারেন