সুন্দরগঞ্জে নারী উন্নয়ন ফোরামের বিক্ষোভ

সুন্দরগঞ্জে নারী উন্নয়ন ফোরামের বিক্ষোভ

ইউনুস আলী সরকার, সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরাম বিভিন্ন দাবীতে মানববন্ধনসহ বিক্ষোভ করেছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ‘উপজেলা পরিষদের বার্র্ষিক বাজেটের ৩ শতাংশ অর্থ নারী উন্নয়ন ফোরামের জন্য বরাদ্দ প্রদান ও গৃহীত প্রকল্পের ২৫ শতাংশ নারী সদস্যদের মাধ্যমে বাস্তবায়ন’র দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উক্ত নারী উন্নয়ন ফোরামের সভাপতি উম্মে সালমা, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, রতœা বেগম, খুকি বেগমসহ উক্ত ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ। পরে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচীতে বক্তব্যকালে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উক্ত ফোরামের সভাপতি উম্মে সালমা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিপত্র মোতাবেক নারী উন্নয়ন ফোরামের জন্য কথা বলতে গিয়ে অপমানীত হতে হচ্ছে। এজন্য তিনি নিন্দা জ্ঞাপন করেন।

 

 

আপনি আরও পড়তে পারেন