জগন্নাথপুরে ভিজিএফ এর চাল অবশেষে মাটির নীচে চাপা

জগন্নাথপুরে ভিজিএফ এর চাল অবশেষে মাটির নীচে চাপা
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
সরকারি ভাবে বরাদ্দকৃত ভিজিএফ এর ২০ টন ৫ শত কেজি  চাল অবশেষে মাটির নীচে চাপা দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১ নং কলকলিয়া ইউনিয়ন এর সহায় সম্বলহীন হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ এর ২০ টন ৫ শত কেজি ৭৫ গ্রাম আতপচাল ও সিদ্ধচাল এর পচা দুর্গন্ধ এড়াতে দীর্ঘ প্রায় চার বছর পর অত্র ইউনিয়ন পরিষদ এর পাশে ১৭ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সন্ধ্যালগ্নে মাটির নীচে চাপা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের এডিসি সার্বিক অসিম চন্দ্র বনিক, জেলা খাদ্য কর্মকর্তা নকিব সাদ সাইফুর রহমান, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, জগন্নাথপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন উন্নয়ন সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক স্পেন প্রবাসী মোঃ আলী আসকর, কলকলিয়া ইউপির সদস্য মোঃ আব্দুল কাইয়ূম, ইউপি সদস্য মোঃ মাসিক আহমদ, ইউপি সদস্য মোঃ আজিজুল হক, সাবেক সদস্য মোঃ তারা মিয়া, মহিলা সদস্য মোছাঃ হুসনারা বেগম, মহিলা সদস্য স্বপ্না রানী, ইউপি সচিব শচী কান্ত তালুকদার, কালেক্টর বাবু জিতেন্দ্র দেবনাথ, সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি,  ডিজিটাল উদ্যোগতা আলী নূর, ফাহিম আহমদ, উপজেলা ছাত্র লীগ এর সহ-সভাপতি রাজ শেখর বৈদ্য, রহুল আমীন, আব্দুল্লাহ, লিটন ও গ্রাম পুলিশ বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এবিষয়ে জেলা এডিসি সার্বিক অসিম চন্দ্র বনিক বলেন, বিতরণে অনিয়ম এর কারনে ভিজিএফ এর  এই চাল গুলো বিগত প্রায় চার বছর ধরে পরিষদ ভবনে তালাবদ্ধ থাকায় পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে পরিষদ সংশ্লিষ্ট সকল সহ সেবা নিতে আসা জনসাধারণের রোগ বালাই দেখা দেওয়ার সম্ভাবনা বিরাজ করছিল। এই চাল গুলো খাবারের অনুপযোগী হওয়ায় এবং রোগবালাই যাতে চড়িয়ে না পরে সে জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক মাটির নীচে চাপা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের শেষের দিকে কলকলিয়া ইউনিয়ন এর হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম এর অভিযোগ এর প্রেক্ষিতে তৎকালীন সময় থেকে  আইনী কারনে  পরিষদ ভবনে প্রায় ২০ টন চাল  তালাবদ্ধ ছিল।

আপনি আরও পড়তে পারেন