মেসিকে এখনো ভুলতে পারেনি বার্সেলোনা

মেসিকে এখনো ভুলতে পারেনি বার্সেলোনা

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি চলে গেছেন গেল আগস্টে। এরপর থেকে ছয় মাস পেরিয়ে গেছে। নতুন ডেরা পিএসজিতে ধীরে ধীরে স্বরূপে ফিরছেন আর্জেন্টাইন মহাতারকা। বার্সেলোনাও তাকে ছাড়া মানিয়ে নিচ্ছে ধীরগতিতেই। তবে এ প্রক্রিয়া চললেও মেসির শূন্যতা যে এখনো পোড়ায় কাতালানদের, সে বিষয়টা অনেকটা খোলামেলাভাবেই বললেন ফ্রেঙ্কি ডি ইয়ং।

সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাচ এই মিডফিল্ডার কথা বলেছেন ক্লাবে তার অবস্থান, দলের পরিস্থিতি, সাবেক-বর্তমান কোচ ও সতীর্থদের নিয়ে। সেখানেই সবশেষে উঠে এল মেসির প্রস্থানের বিষয়টা। তিনি জানান, এটা প্রথমে রসিকতা ভেবেই উড়িয়ে দিয়েছিলেন তিনি।

ডি ইয়ংয়ের ভাষ্য, ‘প্রথমত আমি ভেবেছিলাম, এটা সত্য নয় মোটেও। আমি আমার বাবা ও ভাইকে আনতে বিমানবন্দরে ছিলাম। তারপর আমি একটা বার্তা পেলাম, যেখানে লেখা ছিল, মেসি বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছে। এর একটু পরে আমরা জানতে পারলাম, এটা আসলেই ঘটছে! প্রথমত আপনি এটা বিশ্বাসই করতে পারেন না। এর আগে তিনিই বার্সেলোনা ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, এরপরও এটা বিশ্বাসযোগ্য ছিল না। আমি এটাকে কখনোই গুরুত্ব দিয়ে দেখিনি। আর যখন এটা শেষমেশ ঘটল, তখন এটা বড় একটা ধাক্কা হয়ে এসেছিল আমার কাছে।’

মেসির এমনভাবে চলে যাওয়াটা এখনো পোড়ায় বার্সাকে, জানালেন ডি ইয়ং। তার ভাষ্য, ‘তিনি ক্লাবের মুখ ছিলেন, তাই এতসব কিছু করার পর তিনি যখন চলে গেলেন, সবার জন্য এটা একটা বিশাল ধাক্কা হয়ে এসেছিল। তার শূন্যতাবোধ এখনো পোড়ায় আমাদের। তার মতো একজন যখন ক্লাবে থাকবেন না, তখন আচমকাই পরিস্থিতিটা বদলে যায়।’

মেসির চলে যাওয়াটা অনেক দিক থেকেই ধাক্কা দিয়েছে বার্সাকে। মেসিকে ছাড়া মাঠে কেমন অনুভূতি হয় বার্সাকে, সেটা জানালেন ডি ইয়ং। বললেন, ‘যদি এমন একজন খেলোয়াড় আপনার দলে থাকে, তাহলে আপনি তাকে যত বেশি সম্ভব খুঁজে পাওয়ার চেষ্টা করেন। খেলাটাও তাকে ঘিরেই তৈরি করেন, যেটা যৌক্তিকও। আর তাই তিনি যখন চলে যাবেন, আপনি একজন খেলোয়াড় হিসেবে, একটা দল হিসেবেও নতুন করে মানিয়ে নিতে হবে।’

 

আপনি আরও পড়তে পারেন