ঝিনাইদহে ২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

ঝিনাইদহে ২১ এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ:

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে। সে সময় জেলা প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন। পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি, বেসরকারি,জেলা প্রেসক্লাব নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র‌্যালী, শোভাযাত্রা সহকারে বিভিন্ন সংগঠনের শহীদ মিনারের পাদদেশে হাজির হয়।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাঙালী জাতি অত্যন্ত গভীর ভাবে ভাষা শহীদদের স্মরণ করছে। যারা ভাষার জন্য জীবন দিয়েছিল তাদের ঝিনাইদহ জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ স্মরণ করছে। আমরা অত্যন্ত গর্বিত বাঙালী জাতি। আমাদের মাতৃভাষা বাংলাকে সমুন্নত রাখার জন্য যারা তাদের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছিল এই প্রহরে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

 

আপনি আরও পড়তে পারেন