এমবাপেকে ধীরে ধীরে ভালোভাবে চিনছেন মেসি

এমবাপেকে ধীরে ধীরে ভালোভাবে চিনছেন মেসি

নিয়মিত পারফর্ম করছেন কিলিয়ান এমবাপে। লিওনেল মেসি সে তুলনায় নিষ্প্রভ। তবে দুজনের বোঝাপড়াটা যে দিন দিন বাড়ছে, এটা স্পষ্ট হচ্ছে প্রতি ম্যাচেই। চলতি মৌসুম শুরুর আগেই আর্জেন্টাইন তারকা যোগ দিয়েছিলেন পিএসজিতে। নেইমার ও ডি মারিয়ার সঙ্গে আগে থেকেই সখ্যতা থাকলেও এমবাপের সঙ্গে পরিচয় ছিল না।

ডি মারিয়ার সঙ্গে জাতীয় দলে খেলেছেন, নেইমারের সঙ্গে বন্ধুত্ব হয় বার্সেলোনায় খেলার সময়। এখন ধীরে ধীরে এমবাপের সঙ্গেও সখ্যতা বাড়ছে বলে জানিয়েছেন লিওনেল মেসি। পিএসজির সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তার সঙ্গে মাঠে এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

তিনি বলেছেন, ‘জাতীয় দল থেকে আমি ডি মারিয়াকে চিনি, নেইমারের সঙ্গেও বার্সেলোনায় খেলেছি। শুধু এমবাপেকেই মাঠে বা মাঠের বাইরে চিনতাম না। কিন্তু আস্তে আস্তে আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনছি। সবকিছুর উপরে চেষ্টা করছি মাঠে কীভাবে একজন-আরেকজনকে ভালোভাবে চেনা যায় ও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি।’

‘অবশ্যই মাঠে সেরাদের সঙ্গে থাকতে পারাটা সুন্দর ব্যাপার। লম্বা সময় ধরে বার্সেলোনায় এটা করার সৌভাগ্য আমার হয়েছে, এখন প্যারিসেও করছি। এটা করতে পেরে আমি আনন্দিত।’

চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নটা অনেকদিন ধরেই দেখে আসছে পিএসজি। এজন্য খরচ করছে কাড়ি কাড়ি টাকাও। কিন্তু অধরা শিরোপাটা ধরা দিচ্ছে না তাদের। চ্যাম্পিয়ন্স লিগকে জটিল টুর্নামেন্ট বলছেন মেসি, তবে পিএসজির পক্ষে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব বলেই মনে করেন তিনি।

আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা জটিল ব্যাপার কারণ এখানে সেরারা আছে। যেকোনো ভুলেই আপনি টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন এত বড় দলের বিপক্ষে খেলে। আমার মনে হয় এমন একটা দল আছে যেটা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব। আমরা খুবই রোমাঞ্চিত আর খুব করেই এটা জিততে চাই।’

 

 

আপনি আরও পড়তে পারেন