খাস নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

খাস নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

নওগাঁয় খাস নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ মোস্তফা মাহবুবুজ্জামান মামুন সভাপতি ও মোঃ সৈয়দ আব্দুল্লাহ আল হাদী তিতাস সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ২৫ফেব্রুয়ারী খাস নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার ২০২২-২০২৪ সালের কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। এতে নির্বাচনের দায়িত্ব পালন করেন ওই সংস্থার উপদেষ্টা মোঃ মকবুল হোসেন। ভোট গণনা শেষে রাত ৯টায় তিনি নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

সংস্থার এ নির্বাচনে ৮৮৪ জন সদস্যের মধ্যে ৭৯৩ জন সদস্য ভোট দিয়েছেন। খাস নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটির ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে তিন জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মোস্তফা মাহবুবুজ্জামান মামুন ছাতা মার্কায় ৬১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী আব্দুর রহমান আনারস মার্কায় ৮১ ভোট পেয়েছেন। সম্পাদক পদে সৈয়দ আব্দুল্লাহ আল হাদী তিতাস হরিণ মার্কায় পেয়েছেন ৩৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী আব্দুল হাই সিটু কবুতর মার্কায় পেয়েছেন ২৫৫ ভোট। এছাড়া সহ সভাপতি নাহিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক বাপ্পি হোসেন ছোটন, কোষাধ্যক্ষ আবু রায়হান, ক্রিড়া সম্পাদক সুশান্ত কুমার, সমাজ কল্যান সম্পাদক সুলতান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লবির উদ্দিন প্রাং, সদস্য আজিজুর রহমান বাবু, জুলহাস হোসেন ভুট্টু এবং হাসান শেখ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, জনপ্রিয়তার কারণে মোস্তফা মাহবুবুজ্জামান মামুন এর আগে সাধারণ সম্পাদক ১ বার এবং পরপর ২বার নির্বাচিত সভাপতি।

আপনি আরও পড়তে পারেন