এবার রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

এবার রুশ সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ইউক্রেনের দখলকৃত শহরগুলোতে রাশিয়ার সেনারা ধর্ষণ করছেন বলে শুক্রবার অভিযোগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে কুলেবা তার এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ নিতে পারেনি। রয়টার্সও নিরপেক্ষভাবে তার ওই দাবি যাচাই করতে পারেনি।

যুক্তরাজ্যের লন্ডনে চ্যাথাম হাউসের এক অনুষ্ঠানে কুলেবা বলেন, যখন শহরগুলোতে বোমা পড়ে, যখন সৈন্যরা অধিকৃত শহরগুলোতে নারীদের ধর্ষণ করে তখন আন্তর্জাতিক আইনের দক্ষতা সম্পর্কে কথা বলা কঠিন।

ইংরেজিতে দেওয়া বক্তব্যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা এই যুদ্ধকে সম্ভব করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে, কুলেবার দাবির প্রতিধ্বনি করেছেন রাশিয়ার দখলকৃত খেরসনের এক বাসিন্দা। কৃষ্ণসাগরের তীরবর্তী শহরটির বাসিন্দা স্বেতলানা জোরিনা নামে এক তরুণী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, দখলদার সৈন্যরা এরই মধ্যে স্থানীয় নারীদের ধর্ষণ করা শুরু করেছে।  বুধবার রাশিয়ার কাছে পতন হয় ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই শহরের।

 

আপনি আরও পড়তে পারেন