রিয়াজকে এক ব্যাগ মুড়ি দিলেন বৃদ্ধা

রিয়াজকে এক ব্যাগ মুড়ি দিলেন বৃদ্ধা

অনন্য মামুনের পরিচালনায় ‘রেডিও’ ছবির শুটিং মানিকগঞ্জের হরিরামপুরের বাহাদুরপুর ঘাটে অবস্থান করছিলেন চিত্রনায়ক রিয়াজ।

ছবির  নহবত মাস্টার চরিত্রে অভিনয় করছেন রিয়াজ। আর শুটিংয়ের ফাঁকে এক গ্রামবাসীর কাছ থেকে উপহার পেলেন রিয়াজ।

তার জন্য পলিথিন ব্যাগভর্তি মুড়ি নিয়ে হাজির হন এক বৃদ্ধা।  শুধু ওই বৃদ্ধাই নন;  ‘রেডিও’ ছবির অভিনয়শিল্পী, কলাকুশলীদের জন্য গ্রামবাসী অনেকেই বরই, কলা, বিভিন্ন ফল নিয়ে আসতেন।

এ কথা জানিয়ে রিয়াজ বলেন, ‘এগুলোই সত্যিকারের ভালোবাসা। প্রতিদিনই দূরদূরান্ত থেকে শত শত ছোট, বড়, বয়স্ক নারী-পুরুষ শুটিং দেখতে ছুটে আসতেন। সারা দিন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে, বসে শুটিং দেখতেন। আমাদের জন্য তাদের কেউ কেউ আবার মুড়ি, গাছের বরই, কলা— এসব নিয়ে আসতেন। চরের মধ্যে কিছু বাড়ি আছে, তাদের বাড়িতেও আমাদের নিয়ে যেতেন, আপ্যায়ন করতেন। একদিন শুটিংয়ে এক বৃদ্ধা এক পলিথিন ব্যাগ মুড়ি নিয়ে আমাকে দেখতে এসেছিলেন। ’

প্রসঙ্গত  ‘রেডিও’ ছবির গল্পে দেখানো হয়েছে চরের দুর্গম একটি গ্রাম। যে গ্রামে দুটি রেডিও আছে। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনতে দেবে না। এ কারণেই গ্রাম থেকে তারা রেডিও নিয়ে চলে যায়।

আগামী ৭ মার্চ বিএফডিসিতে ছবিটির প্রিমিয়ার শো হবে। এর পর যে কোনো আন্তর্জাতিক উৎসবে পাঠানো হবে ছবিটি। তারপর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

‘রেডিও’ ছবিতে রিয়াজ ছাড়াও আরও অভিনয় করেছেন মম, নাদের চৌধুরী, এ্যালিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

 

আপনি আরও পড়তে পারেন