দোকান খালি, গুদামে মিলল ৮০০ লিটার সয়াবিন

দোকান খালি, গুদামে মিলল ৮০০ লিটার সয়াবিন

দোকান খালি। ক্রেতারা গেলেই বিক্রেতা জানাচ্ছিলেন- বোতলজাত সয়াবিন তেল নেই। দোকানের পাশের ভবনেই গুদাম। সেখানেই থরে থরে তেল লুকিয়ে রেখেছিলেন তিনি। প্রথমে ক্রেতা সেজে রাজশাহী নগরীর হাদির মোড় এলাকার মুদি দোকানি মো. জুয়েলকে পাকড়াও করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে শাহাবুদ্দিন স্টোরের ‍গুদামে অভিযান চালানো হয়।

রোববার (৬ মার্চ) দুপুরের এই অভিযানে দোকানির গুদাম থেকে ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই দোকানির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরে শাহাবুদ্দিন স্টোরের গুদামে অভিযান চালানো হয়। সেখানে ৮০০ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেছে। ওই দোকানি কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন। এ নিয়ে বিক্রেতা মো. ‍জুয়েলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে মামলাটি নিস্পত্তি করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে মজুদ তেল খোলা বাজারে বিক্রির করবেন বলে ওই দোকানি মুচলেকাও দিয়েছেন।

হাসান-আল-মারুফ আরও বলেন, রাজশাহী নগরীতে ভোজ্য তেলের ঘাটতি নেই। পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ মজুদ গড়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। তথ্য পেলেই দ্রুত অভিযান চালিয়ে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় তথ্য দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সহায়তার আহ্বান জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন