মায়েদের নিয়ে নওগাঁয় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মায়েদের নিয়ে নওগাঁয় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “ মাদকাশক্তি রুখবোই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বোই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় মায়েদের অংশ গ্রহণে মাদক বিরোধী সচেনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদরের হাপানিয়া ইউনিয়নের একডালা গ্রামে প্রশিকা নওগাঁ উন্নয়ন এলাকার বাস্তবায়নে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁ জেলা শাখার সহযোগিতায় মাদকাশক্তি প্রতিরোধ ও সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রশিকার এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, প্রশিকার কেন্দ্রীয় অফিসের মাদক বিষয়ক কর্মসূচির সহকারি পরিচালক আব্দুর রহিম মোল্লা, বিভাগীয় ব্যবস্থাপক মো. জসীম উদ্দিন, শাখা ব্যবস্থাপক রোকনুজ্জামান, স্থানীয় ইউপি সদস্য রাজাসহ প্রশিকার অন্যান্য কর্মীবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন সন্তানকে মাদক থেকে দূরে রাখতে মায়েদের ভূমিকা অনন্য। তাই মাদকের কুফল ও ক্ষতি সম্পর্কে মায়েদেরই প্রথমে সচেতন হতে হবে তবেই আমরা আমাদের সন্তানদের মাদকের নীল ছোবল থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবো। সমাবেশে ওই গ্রামের শতাধিক মায়েরা অংশগ্রহণ করেন।

আপনি আরও পড়তে পারেন