সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

ইউনুস আলী সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র
প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, শিশুদের সঙ্গে নিয়ে
কেঁক কাটা, মুক্তির উৎসব ও সূবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন শেষে আলোচনা সভানুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ-আল-
মারুফ। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, সহকারী কমিশনার
(ভূমি) মাহমুদ আল-হাসান, থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আব্দুল আজিজ, উপজেলা
আ’লীগের যুগ্ম-আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, আমিনা সরকারি বালিকা উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আখন্দ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
মাহমুদ হোসেন ম-লের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন। এরআগে একটি বর্ণাঢ্য র‍্যালী পৌর
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি উদ্ধসঢ়;যাপন করে। কর্মসূচির
মধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারীর সভাপতিত্বে
দলীয় কার্যালয়ে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-
আহবায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, রেজাউল আলম রেজা, সৈয়দ মশিউর রব্বানী, আপেলসহ
অন্যান্য নেতৃবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন