দাবিকৃত চাঁদা না দেওয়ায় রূপগঞ্জে ডিস ব্যবসায়ীর উপর চাদাঁবাজদের হামলা

দাবিকৃত চাঁদা না দেওয়ায় রূপগঞ্জে ডিস ব্যবসায়ীর উপর চাদাঁবাজদের হামলা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার
টাকা না পেয়ে চাঁদাবাজরা রোবেল ভুইয়া নামে এক ডিস ব্যবসায়ীর উপর হামলা
চালিয়ে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার হাটাব এলাকায়
এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ডিস ব্যবসায়ী রোবেল ভুইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায়
একটি অভিযোগ দেন।
ডিস ব্যবসায়ী রোবেল ভুইয়া জানান, ভুলতা ইউনিয়ন পরিষদ থেকে রিনথি টিভি
ক্যাবল নেটওয়ার্ক নামে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে দীর্ঘদিন ধরে ডিস ব্যবসা
করে আসছি। স্থানীয় চাঁদাবাজ নাজমুল (৩৬), সিয়াম (২২), শাকিল (৩৬), রুবেল,
জিহাদ মিলে ডিস ব্যবসায়ী রোবেল ভুইয়ার কাছে বেশকিছুদিন ধরে ৩ লাখ
টাকা চঁাদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চঁাদা না দিলে তারা তাকে
এলাকায় ঠিকমতো ব্যবসা করতে দিবে না বলে হুমকি ধামকি দিয়ে আসছিল।
চঁাদাবাজ নাজমুলসহ তার লোকজনরা হাটাব এলাকায় ডিস লাইনের ফাইবার
কাটছে বলে রোবেল ভুইয়া খবর পান। এসময় তিনি ঘটনাস্থলে পৌছাঁলে
চাঁদাবাজরা তার উপর হামলায় চালিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত
করেন। এসময় চাঁদাবাজরা ডিস ক্যাবলের ২০ টি এমপিয়ার, ৮০ টি ইন্টারনেটের
অনুসহ ফাইবার ক্যাবল কেটে নিয়ে হুমকি ধামকি দিয়ে চলে যায়। যার আনুমানিক মূল্য ২,২০,০০০ টাকা। পরে স্থানীয়রা
তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসাপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করান।
এ ব্যাপারে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে
আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ
ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আপনি আরও পড়তে পারেন