আসিফের হাফ সেঞ্চুরি, শুভেচ্ছার বন্যা ফেসবুকে

দেশের অডিও গানে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন তিনি। একের পর এক সুপারহিট অ্যালবাম উপহার দিয়েছেন। দরাজ কণ্ঠের সুর ছড়িয়ে দিয়েছেন দেশের প্রতিটি প্রান্তে। খুব কম সংগীতশিল্পী আছেন, যাদের কণ্ঠ শুনেই যেকোনো মানুষ চিনে ফেলে। তিনি তাদের অন্যতম।

ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন বাংলা গানের যুবরাজ। হ্যাঁ, তিনি আসিফ আকবর। আজ ২৫ মার্চ জনপ্রিয় এই গায়কের জন্মদিন। জীবনের মাঠে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। অর্থাৎ ৫০ বসন্ত পার করে ৫১-তে পা রেখেছেন।

বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় বইছে শুভেচ্ছা বন্যা। বলা যায়, আসিফ ডে পালন করছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। মিডিয়া অঙ্গনের বহু মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেগুলোর কয়েকটিতে চোখ বুলিয়ে নেওয়া যাক…

বরেণ্য গীতিকবি আসিফ ইকবাল লিখেছেন, ‘সোজা সাপ্টা কথা, সাহস, আর হার না মানা জেদ। ঘুরিয়ে কথা বলা, আপস আর সমর্পণের আজকালের এ দুনিয়ায় দুষ্প্রাপ্য এ গুণগুলোর কথা ভাবলেই নির্দ্বিধায় আমাদের গানের পৃথিবীতে একজনের কথা চোখে ভেসে ওঠে। ওর নাম আসিফ আকবর। ৯০ দশক থেকে যার গান স্পর্শ করে চলেছে কোটি হৃদয়ের আবেগ। আমার কাছে আসিফ আকবর মানেই দরাজ কন্ঠ। একটা ভালোলাগা, ভালোবাসার নাম। আমার ‘সাদা আর লাল’ গানের গায়ক আর নায়কের নাম। আমার মিতা বলেই ওর জন্যে ভেতর থেকেই একটা টান অনুভব করি। এ বছর ইনশাআল্লাহ ওর সাথে আবার কাজ হবে এমন প্রত্যাশা রাখি। শুভ জন্মদিন আসিফ। জন্মদিন জীবনে বয়ে আনুক সার্থকতা, সাফল্য, সুস্বাস্থ্য, সতর্কতা আর শান্তি। ভালোবাসা।”

বর্তমান সময়ের শীর্ষ জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন আসিফ ভাই। বাংলা গানের যুবরাজ হিসেবে আমাদের আরো দারুণ দারুণ গান উপহার দিন। অনেক অনেক ভালোবাসা রইল।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা কোনাল লিখেছেন, ‘আজ আসিফ ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন আসিফ ভাই। কোটি বাঙালি আপনার দরাজ কণ্ঠের ভক্ত, আমি আপনার উদারতার ভক্ত। ছোটদের স্নেহ করার, আপন করে নেওয়ার, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করার, অকৃত্রিম ভালোবাসা বিলানর যে বিশাল ক্ষমতা আল্লাহপাক আপনাকে দিয়েছেন, আমি সেই আসিফের ভক্ত।’

গুণী গীতিকবি আহমেদ রিজভী লিখেছেন, ‘পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা প্রচণ্ড আত্মবিশ্বাসী, সংকল্পে অবিচল, দৃঢ় আত্মপ্রত্যয় নিয়ে জন্মগ্রহণ করেন। আসিফ আকবর তাদের মধ্যে একজন। অন্যের বিপদে এগিয়ে আসা, সাহায্যের হাত প্রসারিত করা, আসিফ আকবরের মতো এমন মানুষ আমাদের সংগীতাঙ্গনে খুব কমই আছে। আজ আসিফ আকবরের জন্মদিন। জন্মদিনে তোমার প্রতি রইল শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। তুমি ভালো থাকো সুস্থ থাকো; তোমার মতো করেই বাঁচো, এই প্রত্যাশা সবসময়।’

গায়ক ও সংগীত পরিচালক তরুণ মুন্সী লিখেছেন, ‘শুভ ৫০তম জন্মদিন আসিফ ভাই। জন্মদিনে আপনার প্রতি রইল শুভেচ্ছা, শুভকামনা ও অনেক ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুধু গান গেয়ে যান। ভালোবাসা অবিরাম।’

সংগীতশিল্পী কিশোর দাস লিখেছেন, “শুভ ৫০’ আসিফ ভাই! আপনার ফিফটি তো নিজ চোখে দেখলাম, সেঞ্চুরিটাও দেখতে চাই।”

উল্লেখ্য, আসিফ আকবরের প্রথম একক অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশিত হয় ২০০১ সালে। ৫৫ লাখের বেশি কপি বিক্রি হওয়ার সুবাদে দেশের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম হিসেবে বিবেচিত এটি।

পরবর্তীতে আরও ত্রিশটির বেশি একক অ্যালবাম উপহার দিয়েছেন আসিফ। গান করেছেন বহু মিক্সড অ্যালবামে। এছাড়া বর্তমান সময়েও তিনি নিয়মিত সিঙ্গেল গান করে যাচ্ছেন। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি নিজের প্রযোজনায়ও গান করেন এই গায়ক।

গানের স্বীকৃতি স্বরূপ বিপুল মানুষের অকৃত্রিম ভালোবাসা অর্জন করেছেন আসিফ। পেয়েছেন অনেক পুরস্কারও। এর মধ্যে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার অন্যতম।

আপনি আরও পড়তে পারেন