দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন পালন করেছে খাগড়াছড়ি বিএনপি

দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন পালন করেছে খাগড়াছড়ি বিএনপি
এম দুলাল আহাম্মদ,খাগড়াছড়ি:-
দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে  প্রতীকী অনশনের আয়োজন সম্পন্ন করা হলে প্রশাসনের হস্তক্ষেপের কারণে তাৎক্ষণিক স্থান পরিবর্তন করে ভাঙ্গাব্রীজ এ প্রতীকী অনশনের আয়োজন করে বিএনপি । জেলা বিএনপির সহ-সভাপতি বাবু প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম,এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভপতি মোঃ নজরুল ইসলাম,  জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি,  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান আনিক।
প্রতীকী অনশনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ কেনাকাটা করতে পারছে না। কিন্তু লুটপাটের সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। উন্নয়নের ফিরিস্তি দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

আপনি আরও পড়তে পারেন