দোহারে মোবাইল কোর্টে ৮ জনকে জরিমানা

দোহারে মোবাইল কোর্টে ৮ জনকে জরিমানা
ঢাকার দোহার উপজেলার বাজার গুলোতে রমজানে অতিরিক্ত মুনাফা আদায়ের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মেঘুলা বাজার এবং জয়পাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পন্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অমান্য করায় ০৮ টি মামলায় মোট সতের হাজার পাঁচশত (১৭৫০০) টাকা জরিমানা  করা হয়।
অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বির আদালতে।
এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সড়কে অবৈধ যানবাহন ও নিয়মনীতি অমান্য এবং যানজট নিরসনে দোহার উপজেলায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

আপনি আরও পড়তে পারেন