এল ক্লাসিকোতে বার্সার জয়কে ‘ফ্লুক’ বলছেন রিয়াল গোলরক্ষক

এল ক্লাসিকোতে বার্সার জয়কে ‘ফ্লুক’ বলছেন রিয়াল গোলরক্ষক

ইতিহাসের অন্যতম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপা লিগ থেকেও বাদ পড়েছে তারা। লা লিগা জয়ের দৌড়েও এখনও পিছিয়ে আছে ১২ পয়েন্টে। কিন্তু এর মধ্যেই এল ক্লাসিকোতে চমক দেখায় জাভি হার্নান্দেজের দল।

রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় বার্সা। এরপর থেকে অবশ্য ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে তারা। অন্যদিকে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে বার্সা। এবার তাদের এল ক্লাসিকো জয়কে ‘ফ্লুক’ বলে দাবি করেছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া।

তিনি বলেছেন, ‘ওই রাতটা খুব খারাপ ছিল কিন্তু আমরা দ্রুতই সেটাকে কাটিয়ে উঠেছি। কারণ আপনার হেরে যাওয়া নিয়ে খুব বেশি ভাবা উচিত না। আমি হতাশ হয়েছি অবশ্যই। কিন্তু আমার মনে হয় এটা পরিষ্কার হয়েছে আগে ও পরের ঘটনার মাধ্যমে। আপনি যদি আমাদের ফলাফল ও পারফরম্যান্সের দিকে তাকান (তাহলে বুঝবেন)- বার্সার জয়টা ফ্লুক ছিল।’

ইউরোপা লিগে ফ্রাঙ্কফোর্ট ম্যাচের আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজের বেশ কিছু মন্তব্য নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে তিনি বলেছিলেন, ভালো খেলেই জিততে হয় তাদের। এবার জাভিকেই উল্টো খোঁচা দিয়েছেন লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি।

তিনি বলেছেন, ‘জাভি বলেছে বার্সেলোনার দায়িত্ব সবচেয়ে কঠিন? যেকোনো দলই কঠিন। শিরোপা জেতা, ভালো খেলা কিংবা রেলিগেশন এড়ানো– প্রত্যেক দলেরই নিজস্ব কিছু চাহিদা থাকে। প্রতিটা কাজই কঠিন।’

‘মানুষজন যদি বলে রিয়াল মাদ্রিদ সুন্দর ফুটবল খেলে না- তবে তাতে আমার আপত্তি নাই। কারণ আমরা শিরোপার জন্য লড়াই করি এবং আমাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা।’

 

 

আপনি আরও পড়তে পারেন