নওগাঁর বদলগাছীতে ঝড় বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

নওগাঁর বদলগাছীতে ঝড় বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে আজ শেষ রাতের ঝড় বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশকিছু জায়গায় গাছ উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। গাছের ডাল ভেঙে অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। উপজেলার সব জায়গা দিয়ে ভোর রাতে এ ঝড় ও প্রবল বৃষ্টিপাত হয়। শেষরাতে হঠাৎ এই ঝড়ে ইরি-বোরো, ভুট্টা, গম, পাট, শাকসবজি খেতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ধান এবং আমের ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো কোনো জায়গায় বসত বাড়ির টিনের ছাউনি ওড়ানোর খবর পাওয়া গেছে।

উপজেলার বেশ কিছু কৃষকের সাথে কথা বলে জানা যায়, আর কিছু দিন পর ধান কাটা শুরু হবে। তার আগেই ধান ক্ষেতের ফসল মাটিতে নুয়ে পড়েছে। এখন যদি আবার বৃষ্টি হয়। তাহলে সোনার ফসল আর ঘরে তোলা হবে না। আম চাষি আরমান হোসেন বলেন, আমার ১৭৫ টি আম গাছে প্রচুর আম ধরেছিলো। কিন্তু শেষ রাতের ঝড়ে আমার আম সব মাটিতে পড়ে আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান আলীর সকাল থেকে উপজেলার কোন মাঠে কৃষকের সাথে দেখা বা কথা বলতে দেখা যায়নি। মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে। তিনি ফোন রিসিভ করেননি।

 

আপনি আরও পড়তে পারেন