ঘাটাইলে সিমেন্ট বোঝাই ট্রাক ও অটোরিক্সা উল্টে গিয়ে খাদে, আহত ৪

ঘাটাইলে সিমেন্ট বোঝাই ট্রাক ও অটোরিক্সা উল্টে গিয়ে খাদে, আহত ৪
সৈয়দ মিঠুন ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোরিক্সা উল্টে সড়কের পাশের খাদে পড়ে গিয়ে ৪ জন আহত হয়েছে।আজ বৃহস্প্রতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার পোড়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। ট্রাকটি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার পোড়াবাড়িতে পৌছলে পিছন দিক থেকে একটি যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক ও অটোরিক্সা দুটোই সড়কের পাশের খাদে ধান ক্ষেতের মধ্যে পড়ে যায়। এতে অটোরিক্সার ৪ যাত্রীই গুরতর আহত হয়। আহতরা হলো অটোরিক্সা চালক ঘাটাইল উপজেলার দিগড় গ্রামের রাজা মিয়ার ছেলে রিপন (৩০), ব্রাম্মনশাসন গ্রামের শামীম (৩০), পোড়াবাড়ি গ্রামের হাসমত আলী (২৫) এবং কালিহাতী উপজেলার লুহরিয়া গ্রামের ছামাদ (৪৫)। আহতরা ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

আপনি আরও পড়তে পারেন