শম্ভুপুরা ইউপিতে ড্রেন নির্মাণের নামে দুর্নীতির অভিযোগ

শম্ভুপুরা ইউপিতে ড্রেন নির্মাণের নামে দুর্নীতির অভিযোগ
ইয়াকুব হোসেন সোনারগাঁ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দূর্গাপ্রসাদ ও কাজিরগাঁও গোপাটে রাস্তার পাশে  ড্রেনের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে।

আফতাব উদ্দিনের বাড়ি হতে লোকমান মিয়ার বাড়ি পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থ বছর ২০২০-২০২১ ইং বাজেটে এই ড্রেন নির্মাণ করার অনুমোদন হয়।
০৫/০৪/২০২২ইং তারিখে দূর্গাপ্রসাদ ও কাজিরগাঁও গোপাটে রাস্তার পাশে  ড্রেনের কাজ উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
উক্ত ড্রেন নির্মাণ করার ৪-৫ দিন পরেই ড্রেনের স্লাব ভেঙে যায়। স্থানীয় সাধারণ জনগণের দাবি এই ড্রেনের নির্মাতা ঠিকাদার আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু যে পরিমান সিমেন্ট দেওয়ার প্রয়োজন ছিল তার চেয়ে অনেক কম সিমেন্ট ব্যবহার করা হয়েছে। যার কারনেই ড্রেন নির্মাণের কিছু দিন পরেই ড্রেন হয়ে গিয়েছে মানুষের চলাচলের বড় বাধা।
এই নিয়ে কথা বলতে চায়নি উক্ত এলাকার ইউনিয়ন সদস্যরা।
 উক্ত এলাকার ভুক্তভোগী জনসাধারণের আরও জানান যে, তাদের  চলাচলের ব্যবস্থা বেহাল অবস্থা করে দিয়েছে ঠিকাদার আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু। প্রশাসনের কাছে ভুক্তভোগী সাধারণত জনগণ উক্ত রাস্তার সঠিক ভাবে নির্মাণ করার আহবান জানান এবং
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেনের কাছে বিশেষ তদন্তের জন্য আহবান জানান।

আপনি আরও পড়তে পারেন