জগন্নাথপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর কলকলিয়া বাজারে থানা প্রশাসনের উদ্যোগে ও কলকলিয়া বাজার বনিক সমিতির আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও জঙ্গি বিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা প্রশাসনের উদ্যোগে ও কলকলিয়া বাজার বনিক সমিতির আয়োজনে ৯ ই মে রোজ সোমবার বিকালে কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে অত্র বাজার বনিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া এর সভাপতিত্বে ও  জগন্নাথপুর থানার এসআই মোঃ আব্দুস ছত্তার এর পরিচালনায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) সুশংকর পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ, সাংবাদিক হুমায়ুন কবীর ফরীদি, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মোঃ তারা মিয়া, আওয়ামী লীগ নেতা শাহ আলম ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ মাহবুবুল হক মোহন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মির্জা আবদুল লতিফ।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মনসুর মিয়া,  কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ ছমির উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ আজিজুল হক, মোঃ মসিক আহমদ, জসিম উদ্দিন মিন্টু, সাদিক আহমদ, মহিলা সদস্য হুসনারা বেগম রিছনারা, স্বপ্না রানী, ছফেদা বেগম, কলকলিয়া ইউনিয়ন যুবলীগ এর সাবেক যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন লিলু, মোঃ চন্দন মিয়া, আব্দুল মতিন, আক্কাছ মিয়া,  সাইফুল ইসলাম, সমর আলী, রন বাবু ও কলকলিয়া বাজার এর ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী, কাজ দিয়ে আপনাদের মনের মাঝে ঠাই করে নিতে চাই। সমস্যা আছে সমস্যা থাকথেই পারে। এই সমস্যা গুলো যাতে সমাধান করা যায়, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এককভাবে পুলিশের পক্ষে সমস্যা সমাধান করা সম্ভব নয়! যদি তথ্য দিয়ে  আপনারা আন্তরিক না হন! যদি আমাদেরকে সহযোগিতা না করেন। তিনি আরও বলেন, আপনাদের যেকোনো সমস্যা কোনো মাধ্যম ছাড়া আমাদেরকে সরাসরি  জানাবেন। অনিয়ম-দুর্নীতি বাজদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

আপনি আরও পড়তে পারেন