মাধবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় ক্লিনিক খোলা রাখার অপরাধে জরিমানা

মাধবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় ক্লিনিক খোলা রাখার অপরাধে জরিমানা
আনিসুর রহমান  মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় ক্লিনিক খোলা রাখার অপরাধে প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তিতাস শিশু হাসপাতাল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং বৈধ কাগজপত্র না থাকায় আরো ৩ টি ডায়াগনস্টিক সেন্টার কে ১৫ হাজার টাকা জরিমানা সহ ২ টি ডায়াগনস্টিক সেন্টার কে সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
 আজ ( সোমবার)৩০মে  সকালে সহকারী কমিশনার(ভুমি) মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে মাধবপুর পৌর শহরের প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তিতাস শিশু জেনারেল হাসপাতাল অভিযান চালিয়ে সতর্কতার পরও অবৈধ ভাবে খোলা রাখার অপরাধে  ৫ হাজার টাকা জরিমানা করেন। ওইদিন দুপুরে মনতলা বাজারে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায়  নুসরাত জেনারেল হাসপাতাল, শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার , মিজান ডেন্টাল ক্লিনিক কে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার ও মিজান ডেন্টাল ক্লিনিক কে সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত ২৮ মে মাধবপুর প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তিতাস শিশু হাসপাতাল  কে বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ রাখার নির্দেশ দেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম। কিন্তু প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও তিতাস শিশু হাসপাতালের মালিক উপজেলা নিবার্হী অফিসারের আদেশ কে বৃদ্ধাগুলি দেখিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। সোমবার সকালে সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলাউদ্দিন প্রাইম হাসপাতালে গিয়ে ওই প্রতিষ্টান ২ টির মালিক কে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এই প্রতিষ্টান দুটির মালিক দীর্ঘদিন যাবত দাপটের সঙ্গে মাধবপুর পৌর শহরে রমরমা ব্যবসা বাণিজ্য করে আসছিল।

আপনি আরও পড়তে পারেন