রূপগঞ্জে ভাড়া শ্রমিকের বেতন মেরে পালিয়েছে ব্যবসায়ী

রূপগঞ্জে ভাড়া শ্রমিকের বেতন মেরে পালিয়েছে ব্যবসায়ী
রূপগঞ্জ প্রতিনিধি ঃ
রূপগঞ্জে জাহিদ নামের এক এমব্রয়ডারি ব্যবসায়ী কারখানা ভাড়ার টাকা না দিয়ে পালিয়ে যাওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছে কারখানার মালিক।
অভিযোগ সূত্রে জানা যায়, রূপগঞ্জের ভুলতা এলাকার আব্দুল হক সুপার মার্কেটের মালিক হাজী মোঃ হান্নান মিয়ার বিদ্যুৎ বিল ও কারখানা ভাড়া ৪,২০,০০০ টাকা শ্রমিকের বেতন, সুতা ব্যবসায়ীর ৮০ হাজারসহ মোট পাঁচ লাখ টাকা না দিয়ে আত্নগোপন করে প্রতারক জাহিদ (৩৫)। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা, পন্ডিত বাজারের নরোত্তমপুর এলাকার কামাল হোসেনের ছেলে।
গত ২০২০ সালের ১লা সেপ্টেম্বর হক মার্কেট মালিক হাজী মোঃ হান্নান মিয়ার ( কারখানা ৪ মেশিনসহ) এমব্রয়ডারি কারখানা নন- জুডিসিয়েল স্টাম্পে চুক্তির মাধ্যমে ২বছর মেয়াদে ৪০ হাজার টাকা নির্ধারণ করে  ভাড়া নেয়। কয়েকমাস ভাড়ার টাকা নিয়মিত দিলেও ১০ মাসের ভাড়া না দিয়ে টালবাহানা করে ও বিভিন্ন সময় ব্যাংক চেক দিয়ে প্রতারণা করে অবশেষে পালিয়ে গেছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, অভিযোগ পেয়েছি, তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনি আরও পড়তে পারেন