নওগাঁয় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নওগাঁয় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বিকাশ চন্দ্র প্রাং, নিজস্ব প্রতিবেদক:

নওগাঁয় চারদিন ব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে শিশুকে টিকা খাওয়ায়ে এ ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারী উপ-পরিচালক ডা: কামরুল আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভায় ২ হাজার ৪৫০টি কেন্দ্রে মোট ৩ লাখ ৩৮ হাজার ৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩২ হাজার  ৯০৯ নীল রংয়ের এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৯৪ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

 

আপনি আরও পড়তে পারেন