পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী সড়কে যানবাহন চলাচল করছে

পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী সড়কে যানবাহন চলাচল করছে
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
বিগত তিনদিন ধরে পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকার পর গতকাল রবিবার থেকে আবারো সরাসরি যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে জনমনে প্রশান্তি বিরাজ করছে।
বিগত ১৩ ই জুলাই রোজ বুধবার সন্ধ্যালগ্নে পাগলা- জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশে নারিকেল তলা এলাকায় অবস্থিত নলজুর নদীর উপর বেইলি ব্রীজের উত্তর পার্শ্বের এ্যাপ্রোচের মাটি ধ্বসে বড় গর্তের সৃষ্টি হয়।এতে এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে ১৬ ই জুলাই রোজ শনিবার এই ধ্বসে পড়া অংশে ৬০ ফুট লম্বা ষ্টীলের বেইলি ব্রীজ নির্মাণ কাজ শুরু করে সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এবং এদিন দিবাগত-রাত নির্মাণ কাজ সম্পন্ন করে। ১৭ ই জুলাই ভোররাত থেকে এই সড়ক দিয়ে ফের সরাসরি যানবাহন চলাচল শুরু হয়েছে।  যারফলে এই সড়ক দিয়ে প্রতিনিয়ত রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় যাতায়াতকারী হাজার হাজার জনসাধারণ মাঝে প্রশান্তি বিরাজ করছে। নির্বিঘ্নে জনসাধারণ গন্তব্যে পৌঁছতে পারছেন।

আপনি আরও পড়তে পারেন