মাধবপুরে চাঞ্চল্যকর খোসনাহার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

মাধবপুরে চাঞ্চল্যকর খোসনাহার হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
আনিসুর রহমান মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর খোসনাহার হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জাকারিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ভুজপুর থানার প্রত্যন্ত অঞ্চল থেকে লোকাল থানার সহয়তায় তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলো- খোসনাহার এর স্বামী উপজেলার ফরহাদপুর গ্রামের মৃত আফসার উদ্দিন এর পুত্র তাজুল ইসলাম (৫০) ও তার প্রথম স্ত্রী সালমা বেগম (৪২)।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী আসামির বাড়ির পাশের একটি জঙ্গল থেকে হত্যাকাণ্ডে ব্যাবহার করা দড়িটি উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, যে গত ৯ই জুলাই  হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফরহাদপুর গ্রামের খুশনাহার (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনার পর থেকেই খোশনাহার এর স্বামী ও তার প্রথম স্ত্রী পলাতক ছিল।
মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীরা আজ (বৃহস্পতিবার) বিকালে হবিগঞ্জ জুডিশিয়াল মাজিস্ট্রেট নাসিমা আক্তার এর আদালতে ১৬৪ ধরায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

আপনি আরও পড়তে পারেন