গুগল র‍্যাংকিং এর জন্য ওয়েবপেজে কন্টেন্ট ও বিজ্ঞাপনের অনুপাত কেমন হওয়া উচিত?

গুগল র‍্যাংকিং এর জন্য ওয়েবপেজে কন্টেন্ট ও বিজ্ঞাপনের অনুপাত কেমন হওয়া উচিত?

টুইটারের মাধ্যমে জন মুলারকে জিজ্ঞাসা করা হয়েছিল বিজ্ঞাপন এবং কনটেন্ট এর অনুপাত কেমন হওয়া উচিত। এটি জানতে চাওয়া হয়েছিল এ কারণে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে গুগল র‍্যাংকিং এ যেন ভালো অবস্থানে থাকা যায়।

মুলার উত্তর দেন যে যদি বিজ্ঞাপন অনুপাতে বেশি হয়ে যায় তাহলে সেটা স্বাভাবিকভাবেই বোঝা সম্ভব। কনটেন্ট এবং বিজ্ঞাপনের কোন নির্দিষ্ট অনুপাত নাই যা নিশ্চিত করে বলা সম্ভব।

প্রশ্নদাতা মনে করেন একটি ওয়েব পেজের ৭০ শতাংশ কনটেন্ট এবং ৩০ শতাংশ বিজ্ঞাপন থাকা সবথেকে বেশি উপযুক্ত। তবে গুগল তার সাথে একমত কিনা সে বিষয়টি নিশ্চিত হতেই জন মুলারকে জিজ্ঞাসা করা হয়েছিল।

জন মুলার নিশ্চিত করেছে যে গুগল এর অ্যালগরিদম নির্দিষ্ট কোন অনুপাতে ভাগ করে র‍্যাংকিং নির্ধারণ করে না। বিজ্ঞাপন এবং কনটেন্টের অনুপাত এমন হওয়া উচিত যাতে কাস্টমাররা সন্তুষ্ট থাকে। অতিরিক্ত বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীরা বিরক্ত হলে বিজ্ঞাপনের অনুপাত কমিয়ে দেওয়া যেতে পারে।

আপনি আরও পড়তে পারেন